রবিবার, এপ্রিল ১৭, ২০১১

কম্পিউটার টিপস

http://raufbd.files.wordpress.com/2011/04/comprter-picture.jpg
কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে উইন্ডোজের ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙা যায় সহজে; কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজ চালু হওয়ার পর লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে স্টার্টআপ পাসওয়ার্ড বলে। স্টার্টআপ পাসওয়ার্ড সেট করতে স্টার্ট>রানে (Windows+R চেপে) গিয়ে syskey লিখে এন্টার করুন...
বাকি অংশ পরতে ক্লিক করুন

শনিবার, এপ্রিল ১৬, ২০১১