বুধবার, মার্চ ০৯, ২০১১

প্রভার নগ্ন ভিডিও প্রসঙ্গে রাজিব যা বললেন...


নিউজ24 ডেস্কঃ- প্রভার ** ভিডিও প্রসঙ্গে রাজিব যা বললেন...
সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে অভিনেত্রী প্রভার সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিক রাজিবের বিভিন্ন অন্তরঙ্গ ভিডিও পাওয়া যাচ্ছে। মিডিয়া অঙ্গনে বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বেশ কয়েকটি পত্র-পত্রিকায় এ খবরটি প্রকাশ হওয়া ছাড়াও স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন ২৯ আগস্ট রবিবার এ বিষয়ে রিপোর্ট করে। এ প্রসঙ্গে রাজিব অবশেষে মুখ খুলেছেন। প্রভার সঙ্গে তাঁর অনত্মরঙ্গ ** ফুটেজ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাভিশন টিভি চ্যানেলে ২৯ আগস্ট রবিবার রাতের সংবাদ দেখার পর আমার মনে হলো, আমারও এখানে বক্তব্য রাখা উচিত। যে ভিডিও ফুটেজগুলো নিয়ে কথা হচ্ছে তা অবশ্যই তৃতীয় কোন ব্যক্তির মাধ্যমে ছড়াচ্ছে। কারণ ভিডিওগুলো আমার ও প্রভা দু'জনেরই মোবাইল ও ল্যাপটপে ছিল। যা আমাদের একানত্মই ব্যক্তিগত। কেউ নিজের একানত্ম ভিডিও ফুটেজ এভাবে প্রকাশ করতে পারে না। দীর্ঘদিন আগেই এগুলো আমরা ডিলেট করে দিয়েছিলাম। এগুলো হয়ত আমাদের কাছ থেকে গোপনে কেউ সরিয়ে নিয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও ঘোলা করার জন্য ব্যবহার করা হচ্ছে। সব সম্পর্কের মাঝেই যে কোন সময়, যে কোন কারণে ফাটল দেখা দিতে পারে। কিন্তু তার জন্য কেউ দীর্ঘ আট বছরের সুন্দর সম্পর্ককে এভাবে ছোট করতে পারে না। আমাদের দু'জনেরই সামাজিক অবস্থানকে বিনষ্ট করার জন্য কেউ এ কাজে লিপ্ত হয়েছে। বর্তমান যুগে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে এটি অবশ্যই বের করা সম্ভব যে, কে বা কারা এটি বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। আমি নিজেও সংশিস্নষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে প্রকৃত দোষী ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আশ্রয়ে নিয়ে আসুন। তা না হলে আমরা ও আমাদের পরিবার সামাজিকভাবে আরও ক্ষতিগ্রসত্ম হব। আমি প্রভার দীর্ঘদিনের বন্ধু হিসেবে তার নতুন জীবনের মঙ্গল কামনা করছি।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন