বুধবার, মার্চ ১৬, ২০১১

ড. ইউনূস তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিলেন


 নোবেল বিজয়ী ড. ইউনূস সম্পর্কে সংসদে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, তিনি আদালতে গেছেন, আদালতে যা হওয়ার হবে_ এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু তিনি (ড. ইউনূস) প্রথম স্ত্রীকে শিশুকন্যাসহ বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, কোনো খোঁজখবর রাখলেন না। সেই মনিকা যখন অপেরাসংগীতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে নাম করল, যোগ্যতা নিয়ে লাইম লাইটে এলো তখন ড. ইউনূস তার খোঁজ নিলেন, বাংলাদেশে নিয়ে এলেন। ড. ইউনূস নিজেই বলেছিলেন, মনিকাকে চিনতে পারেননি। তার গান শুনে সন্দেহ করেন মনিকা তার মেয়ে। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলেন মনিকা তার মেয়ে। মতিয়া বলেন, যিনি পিতৃত্বের অধিকার দেন না, স্ত্রী-কন্যাকে তাড়িয়ে দেন তিনি কীভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন।
সরকারি কাজে ঢাকার বাইরে থাকায় সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে বিরোধী দলের নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে সরকারি দলের সিনিয়র নেতা ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেতার মুখে দুর্নীতি ও অর্থ পাচারের কথা মানায় না। তার পুত্রদ্বয় মানি লন্ডারিংয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে অভিযুক্ত হওয়ার কথা কী খালেদা জিয়া ভুলে গেছেন। মতিভ্রম প্রতিযোগিতা হলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রথমস্থান অধিকার করতেন।
একটানা ৭৪ দিন অনুপস্থিত থাকার পর গতকাল বিরোধী দল সংসদে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে সরকারি দলের পক্ষে বেগম মতিয়া চৌধুরী সংসদে যোগ দেওয়ার জন্য বিরোধী দলকে স্বাগত জানিয়ে বলেন, সংসদে থাকুন, সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন।

মঙ্গলবার, মার্চ ১৫, ২০১১

Radiation-leak worries at Japan plant



A radiation leak is feared after Japan's Nuclear Safety Agency reported a third explosion at Unit 2 of the stricken Fukushima Daiichi nuclear-power plant in the country's northeast.
Shinji Kinjo, an agency spokesman, said that "a leak of nuclear material is feared", after the explosion was heard at 6:10am local time (21:10 GMT) on Tuesday.
The plight at the Fukushima Daiichi nuclear plant began when a massive earthquake and tsunami in Japan's northeast on Friday knocked out power, crippling cooling systems wanted to keep nuclear fuel from melting down.
Radiation levels measured at the front gate of the plant jumped following the explosion, Kinjo said.
Naoto Kan, the Japan principal minister, warned people within 30km of the Fukushima plant to stay indoors.
Low-level radioactive wind from the reactor could reach Tokyo, the Japanese capital, within 10 hours, based on current winds, the French embassy said in a statement on its Japanese-language website on Tuesday.
Tokyo Electric Power Co (TEPCO), the plant's operative, said the explosion occurred near the suppression pool in the reactor's containment vessel. The pool was later found to have a defect.
TEPCO said some employees of the power plant were provisionally evacuated following Tuesday's explosion.
An agency spokesman, Shigekazu Omukai, said the nuclear core of Unit 2 was not damaged in the explosion. But the agency said it suspects the bottom of the jug that surrounds the generator's nuclear core might have been damaged.
Al Jazeera's Harry Fawcett, reporting from Ichinoseki, in northeast Japan, said: "People didn't know what was happening and they wonder what they can do. Some say that they can't get out due to lack of fuel.
"We know that there was a sound of explosion at Unit 2, anywhere there are significant numbers of fuel rods submerged in water.
"The government is sticking to the line that radiation is within shelter levels, but it is a fast-changing situation."
Second explosion
On Monday, a second angry outburst had rocked the same unit of the Fukushima Daiichi power plant, sending a plume of smoke into the air.
But the International Atomic Energy Agency (IAEA) said that the reactor had not been damaged. The World Health Organisation said there was a smallest public heath risk.
LIVE BLOG
TEPCO said afterwards that fuel rods at one of the reactors had become fully exposed again, meaning the water being pump in to cool the reactors is evaporating due to the heat.
Japanese nuclear officials worked to quell concerns and announce the distribution of 230,000 units of stable iodine. Iodine can be used to help protect against thyroid cancer in the case of radioactive exposure.
Yukio Edano, Japan's chief cabinet secretary, said that a large-scale energy leak was unlikely. He said the reactor's inner containment vessel holding the nuclear fuel rods was intact, allaying some fears of the risk to the environment.
The accidents - injuring 15 workers and martial personnel and exposing up to 190 people to elevated radiation - have compounded the challenges faced by the Japanese government as it struggles to help survivors of the quake-tsunami disaster that flattened entire communities.
Police revised on Tuesday the official death toll, putting it at 2,414 dead, with thousands more missing.
Spectre of Chernobyl
Koichiro Genba, Japan's national strategy minister, said there was "absolutely no possibility of a Chernobyl" - a reference to the 1986 explosion at a Soviet reactor which spread radiation over swathes of Ukraine, Belarus, Russia and northern Europe and is probable by UN agencies to have caused the deaths of thousands of people.
But some people in the affected area said they were worried at the prospects of nuclear radiation. Twenty people have veteran positive for radiation exposure and that number looks likely to rise.
TEPCO said in a press release that the blast was believed to be a hydrogen explosion at the plant's No 3 reactor and that 11 workers were injured. The first detonation happened at the same plant on Saturday, at the reactor No 1.
It also said the collision of radioactive materials to the outside environment was under investigation.
Al Jazeera’s Florence Looi said the cooling system at reactor No 2 failed, important to a build-up of pressure in the suppression vessel - the same problem units one and three encountered before they exploded.
At the Fukushima plant, efforts have continuous to cool the reactors with a mixture of seawater and boric acid - an untested method - as a last resort, and advising nearby residents to stay inside to avoid contamination.
Humanitarian crisis
Against this backdrop of continued safety concerns, foreign aid has begun to arrive for the tsunami-affected region of Japan. Up to 70 countries have offered assistance, with help coming not only from allies like the US but also countries with extra strained relations like China.
Millions of citizens spent a third night without water, food or heating in near-freezing temperatures along the devastated northeastern coast.
Search intensifies for Japan survivors [Al Jazeera]
In many areas there is no running water, no power and four- to five-hour waits for petrol. People are suppress hunger with instant noodles or rice balls while dealing with the loss of loved ones and homes.
“People are surviving on little food and water. Things are simply not coming,'' Hajime Sato, a government official in Iwate territory, said.
In another grim expansion, hundreds of bodies washed ashore on Monday along the northeastern coastline, the area worst hit by the tsunami.
A Japanese police official said 1,000 bodies were found scattered crosswise the coastline of Miyagi prefecture.
Kyodo, the Japanese news agency, reported that 2,000 bodies washed up on two shorelines in Miyagi.
The US Geological Survey upgrade on Monday the earthquake to magnitude 9.0, from 8.9, making it the world's fourth most powerful since 1900.
Hiromichi Shirakawa, chief economist for Japan at Credit Suisse, has estimated the monetary loss will probably be around $171-183bn just to the section hit by the twin disaster.

সোমবার, মার্চ ১৪, ২০১১

Cricket World Cup: Bangladesh v Netherlands


 World Cup Group B, Chittagong:
Bangladesh 166-4 (41.2 ovs) bt Netherlands 160 (46.2 ovs) by six wkts



Co-hosts Bangladesh boosts their hope of qualifying for the quarter-finals of the World Cup as they ease to success over the Netherlands in Chittagong.

The six-wicket win funds England must beat West Indies and hope extra results go their way - or be eliminated.
Bangladesh bowled the Dutch out for just 160 in 46.2 overs, with Abdur Razzak taking 3-29 and Ryan ten Doeschate top score with 53 not out.
The Tigers reached their target in 41.2 overs, Imrul Kayes hitting 73 not out.
The insistent nature of Bangladesh's victory only succeeds in further complicating the scenario in Group B, with no team yet throughout to the quarter-finals.
Only the Netherlands are out of quarter-final controversy, with India, West Indies, South Africa, Bangladesh, England and Ireland all competing for the top four berths.
And the result increases the difficulty on England, who face the Windies in Chennai on Thursday expressive anything less than a win will end their World Cup campaign - but that still power not be enough, depending on other results.
The Dutch - who have now lost all five of their World Cup games - will be hugely disenchanted to have succumb in such tame fashion after skipper Peter Borren won the toss in Chittagong and decided to bat first.
Netherlands' Ryan ten Doeschate
Ten Doeschate's innings was a rare bring to light for Netherlands
On a slow track it was the Bangladeshi spinners who dominated procedures, with captain Shakib Al Hasan, Suhrawadi Shuvo and Razzak proving difficult to get away.
Eric Szwarczynski (29) and Tom Cooper (28) both started well, but the Netherlands' running between the wickets left much to be desired and equally men were run out, along with Borren for three and last man Adeel Raja for a duck.
It was left to Ten Doeschate, batting at five, to get the Dutch total over the 150 score, the Essex all-rounder being dropped on 14 and going on to reach fifty from 65 balls with a slash to the boundary off Razzak.
Ten Doeschate was left tall and dry when Raja was run out, but Bangladesh's reply got off to the worst possible start as Tamim Iqbal play on to the fourth ball of the innings from Mudassar Bukhari as he departed without scoring.
Kayes and Junaid Siddique began the transformation job and were both hugely impressive, putting on 92 in 20.1 overs to kill off any hopes the Dutch had of receiving back into the contest, Kayes bringing up his half-century from 68 balls.
Siddique struck four fours before he cut a long hop off Borren straight to Peter Seelar at extra cover, but the Dutch, though they managed to keep the runs down, could not take the wickets required to put Bangladesh under pressure.
Shahriar Nafees (37) added a further 59 in partnership with Kayes to take the Tigers to the brink of victory, though they had a brief wobble when he was bowled by Cooper and Shakib fell to the equal bowler, courtesy of a striking diving catch from Ten Doeschate.
But Mushfique Rahim smashed a six off Cooper to secure Bangladesh's second successive victory at the World Cup and offer them a chance of attainment the last eight ahead of their next game against South Africa in Mirpur on Saturday.

খিলক্ষেতে গ্যাস থেকে আগুন

 খিলক্ষেত আমতলা, চারতলা ভবনে রান্না ঘরে চুলা থেকে গ্যাস পাইপ লাইনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগার কারন ছিল, চুলার নিচে চুলার সাথে স্থাপিত পাইপ লাইনে লিক থাকায় একটু একটু গ্যাস বের হত, আগে একটু কম ‍ছিল তাই কখও আগুন ধরেনি। নির্ভাবনায় ছিলেন তারা, আর এই নির্ভাবনাই আজকের আগুন লাগার অন্যতম কারন। আনুমানিক দুপুর একটার দিকে এই দূর্ঘটনা ঘটে।আগুনের শিখা বাহির থেকে দেখা যায় ধুয়ার কুন্ডলী ভবন সহ আশপাশ অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষনিক আশপাশের লোকদের সঠিক তৎপরতার কারনে আগুন নিয়ন্ত্রনে আসে, এক পর্যায় আগুন ‍নিভে যায়। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আশপাশের ভবন গুলি। অসাবধানতাই আগুন লাগার প্রধান কারন সেটা আবার প্রমান হল। ছবিটি নিচ থেকে মোবাইলে ধারন করা।

রবিবার, মার্চ ১৩, ২০১১

Submissive smoking increases stillbirth risk, says reading


Fathers-to-be should stop smoking to shelter their unborn child from the risk of stillbirth or birth defects, scientists say.
University of Nottingham researchers found that with child women exposed to smoke at work or home greater than before their risk of stillbirth by 23% and of having a baby with defects by 13%.
They looked at 19 preceding studies from approximately the world.
A UK expert said it was "vital" women knew the risks of hand-me-down smoke.
The studies used to pull this research together were passed out in North America, South America, Asia and Europe.
All the studies paying attention on pregnant women who did not smoke themselves but were passive smokers due to their immediacy to a partner who smoked or work colleagues who smoked.
The combined data from the studies suggests that being exposed to more than 10 cigarettes a day is enough for the risks to be greater than before.
However, the University of Nottingham study did not find an increased risk of miscarriage or newborn death from second-hand smoke - only an amplified risk of still birth and birth defects.
The results did not point to a link with any specific hereditary birth defect.
Impact on sperm development
The researchers say fathers who smoke should be more aware of the danger they pose to their unborn child.
Previous research has shown that women who smoke during their pregnancy create serious health risks for their unborn baby, together with low birth weight, premature birth and a range of serious birth defects such as cleft palate, club foot and heart problems.

শনিবার, মার্চ ১২, ২০১১

ফেসবুকে আপনার অপ্রয়োজনিয়/অনাকাংখিত বন্ধুদের হাত থেকে বাচার জন্য


ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। আপনি যখন ফেসবুকে লগইন করেন, তখন হয়তো অনেকেই চ্যাট করার জন্য বার্তা পাঠায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা নির্দিষ্ট কারও সঙ্গে শুধু চ্যাট করতে চান, তাহলে অনেক সময় হয়ে ওঠে না। কারণ আপনার কিছু বন্ধু হয়তো বারবার শুধু আপনাকে বার্তা পাঠায়, তখন আপনি অফলাইনেও যেতে পারছেন না; কারণ কারও সঙ্গে এখন আপনার চ্যাট করা দরকার। এ ক্ষেত্রে আপনি আপনার প্রিয় বন্ধুদের নিয়ে আলাদা চ্যাট বক্স তৈরি করতে পারেন। আলাদা চ্যাট বক্স তৈরি করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে চ্যাট বক্সে ক্লিক করে তার পর Friend Lists-এ ক্লিক করুন। এখন Create a new list : বক্সে কোনো নাম লিখে (যেমন, Bestfriends, Classmates ইত্যাদি) কি-বোর্ড থেকে Enter চাপুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করে ওই নামের ওপর মাউস নিলে edit লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দমতো বন্ধুদের নাম নির্বাচন করে Save Lists-এ ক্লিক করুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করলে সবার ওপরে দেখতে পাবেন আপনি যে নামে নতুন চ্যাট বক্সটি খুলেছেন সেই নাম এবং তার নিচে Others Friends নামে আপনার আগের চ্যাট বক্সটি। এখন চ্যাট বক্সের ডান পাশে মাউস নিলে Go offline লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাট বক্সটি অফলাইনে চলে যাবে। তখন শুধু নতুন চ্যাট বক্সের যে বন্ধুরা অনলাইনে আছেন, তাঁদের তালিকা দেখাবে। এভাবে আপনি একাধিক চ্যাট বক্স তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো চ্যাট বক্স অনলাইন অফলাইনে নিয়ে যেতে পারবেন। চ্যাট বক্সগুলোর ওপর মাউস রেখে edit-এ ক্লিক করে আপনার ইচ্ছামতো চ্যাট বক্সগুলো এডিটও করতে পারবেন।
সূত্রঃ-প্রথম আলো/11,03,2011

Here

শুক্রবার, মার্চ ১১, ২০১১

কিশোরের স্টুডিও


ক্লোজআপ তারকা কিশোর স্টুডিও দিয়েছেন। মগবাজার ওয়্যারলেসে অবস্থিত এ স্টুডিওর পুরো সেটআপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কিশোর তার নতুন স্টুডিও থেকে কাজ শুরু করেছেন। স্টুডিওটির নাম দিয়েছেন 'কম্পোজ স্ট্যান্ড'। স্টুডিও প্রসঙ্গে কিশোর বলেন, 'আমার বাসায়ই ছোটখাটো স্টুডিও সেটআপ ছিল। এক সময় ভালো মানের স্টুডিও নির্মাণের চিন্তা করলাম। এভাবেই স্টুডিওটি গড়ে ওঠে।' কিশোর আরও বলেন, 'স্বপ্ন আছে অত্যাধুনিক সেটআপ ও কম্পোজিশনের মধ্য দিয়ে 'কম্পোজ স্ট্যান্ড' স্টুডিওকে একটি ভালো মানের রেকর্ডিং স্টুডিওর কাতারে দাঁড় করানোর।' এরই মধ্যে কম্পোজ স্ট্যান্ডে শুরু হয়েছে কিশোরের নিজের গানের পাশাপাশি আরেক ক্লোজআপ ওয়ান তারকা সাবি্বরের নতুন গানের সুর ও সংগীতায়োজনের কাজ। গায়ক পরিচয়ের পাশাপাশি কিশোর সুরকার, সংগীত পরিচালক এবং গীতিকার হিসেবেও পরিচিত ছিলেন। এবার যুক্ত হলো আরেকটি নতুন পরিচয়।
সূত্রঃ-বাংলাদেশ প্রতিদিন/11,03,2011