সোমবার, মার্চ ১৪, ২০১১

খিলক্ষেতে গ্যাস থেকে আগুন

 খিলক্ষেত আমতলা, চারতলা ভবনে রান্না ঘরে চুলা থেকে গ্যাস পাইপ লাইনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগার কারন ছিল, চুলার নিচে চুলার সাথে স্থাপিত পাইপ লাইনে লিক থাকায় একটু একটু গ্যাস বের হত, আগে একটু কম ‍ছিল তাই কখও আগুন ধরেনি। নির্ভাবনায় ছিলেন তারা, আর এই নির্ভাবনাই আজকের আগুন লাগার অন্যতম কারন। আনুমানিক দুপুর একটার দিকে এই দূর্ঘটনা ঘটে।আগুনের শিখা বাহির থেকে দেখা যায় ধুয়ার কুন্ডলী ভবন সহ আশপাশ অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষনিক আশপাশের লোকদের সঠিক তৎপরতার কারনে আগুন নিয়ন্ত্রনে আসে, এক পর্যায় আগুন ‍নিভে যায়। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আশপাশের ভবন গুলি। অসাবধানতাই আগুন লাগার প্রধান কারন সেটা আবার প্রমান হল। ছবিটি নিচ থেকে মোবাইলে ধারন করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন