ক্লোজআপ তারকা কিশোর স্টুডিও দিয়েছেন। মগবাজার ওয়্যারলেসে অবস্থিত এ স্টুডিওর পুরো সেটআপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কিশোর তার নতুন স্টুডিও থেকে কাজ শুরু করেছেন। স্টুডিওটির নাম দিয়েছেন 'কম্পোজ স্ট্যান্ড'। স্টুডিও প্রসঙ্গে কিশোর বলেন, 'আমার বাসায়ই ছোটখাটো স্টুডিও সেটআপ ছিল। এক সময় ভালো মানের স্টুডিও নির্মাণের চিন্তা করলাম। এভাবেই স্টুডিওটি গড়ে ওঠে।' কিশোর আরও বলেন, 'স্বপ্ন আছে অত্যাধুনিক সেটআপ ও কম্পোজিশনের মধ্য দিয়ে 'কম্পোজ স্ট্যান্ড' স্টুডিওকে একটি ভালো মানের রেকর্ডিং স্টুডিওর কাতারে দাঁড় করানোর।' এরই মধ্যে কম্পোজ স্ট্যান্ডে শুরু হয়েছে কিশোরের নিজের গানের পাশাপাশি আরেক ক্লোজআপ ওয়ান তারকা সাবি্বরের নতুন গানের সুর ও সংগীতায়োজনের কাজ। গায়ক পরিচয়ের পাশাপাশি কিশোর সুরকার, সংগীত পরিচালক এবং গীতিকার হিসেবেও পরিচিত ছিলেন। এবার যুক্ত হলো আরেকটি নতুন পরিচয়।
সূত্রঃ-বাংলাদেশ প্রতিদিন/11,03,2011
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন