মঙ্গলবার, মার্চ ০৮, ২০১১

সহজে ডাউনলোড করুন ফেসবুকের ভিডিও


তারিখ: ০৮-০৩-২০১১
নিউজ24 ডেস্কঃ- ইদানীং ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করা হয়। সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়। কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন না। আবার অনেকে অনেক ভিডিও ডাউনলোড করে রাখতে চায়। কিন্তু ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফ্টওয়্যার যোগ করে খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে https://addons.mozilla.org/en-us/firefox/ addon/download-flash-and-video/ ঠিকানা থেকে সফ্টওয়্যারটি ইনস্টল করুন। তার পর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এখন থেকে ফেসবুকের ভিডিওর নিচে Download Video এবং Convert Video নামে দুটি বাটন যোগ হবে। সেখান থেকে Download Video-তে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হবে এবং Convert Video বাটনে ক্লিক করে আপনার পছন্দমতো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
সূত্রঃ- দৈনিক প্রথম আলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন